বেশ কিছুদিন আগেই বছরের শেষে একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছিল জ্যোতির্বিজ্ঞানীরা। এর আগে ২১ জুন সূর্যগ্রহণ হয়েছিল, কিন্তু এই গ্রহণ বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে বলেই বিজ্ঞানীদের মত। আজ সন্ধে ৭টা ০৩ মিনিট নাগাদ শুরু হবে গ্রহণ, শেষ হবে মধ্যরাত ১২টা ২৩ পর্যন্ত। এই গ্রহণ দক্ষিণ আমেরিকা, চিলি এবং আর্জেন্টিনার বেশ কিছু জায়গায় দৃশ্যমান হলেও, ভারত বা এশিয়ার কোনও দেশেই দৃশ্যমান হবে না বলে জানা গিয়েছে। চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার কয়েকটি জায়গা থেকে মাত্র ২ মিনিটের জন্য দেখা যাবে এই পূর্ণগ্রাস গ্রহণ। অন্যদিকে আংশিক গ্রহণ দেখা যাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহী ও অন্যান্য এশিয়ার দেশগুলি থেকে। তবে ইতিমধ্যেই এই গ্রহণ দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন আর্জেন্টিনা, তেমুকো, ভিলারিকা, সিয়েরা কলোরাডা, সাও পাওলো, আর্জেন্টিনার বুয়েন এয়ার্স, পেরুর লিমা, উরুগুয়ের মন্টেভিডিয়ো ও প্যারাগুয়ের বহু মানুষ। কিন্তু যাঁরা বাড়িতে বসে গ্রহণ দেখতে চান তাঁদের জন্য লাইভ লিঙ্ক শেয়ার করবে নাসা।
Comments are closed.