জাগ্রত বাংলা প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, মাওবাদী এবং কেএলও-দের চাকরি দিল সরকার
মাও হানায় নিহতদের পরিবারের একজনকে পুলিশের হোমগার্ড হিসেবে নিয়োগ
সমাজের মূল স্রোতে ফিরে আসা মাওবাদী এবং কেএলও-দের চাকরির নিয়োগপত্র দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে জাগ্রত বাংলা প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সমাজের মূল স্রোতে ফিরে আসা ৫৯৭ জন মাওবাদী এবং ৪১১ জন কেএলও-কে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এছাড়াও মাও হানায় নিহতদের পরিবারের একজনকে পুলিশের হোমগার্ড হিসেবে নিয়োগ করার বার্তা দেন।
জঙ্গলমহল থেকে ৪৯৯ খেলোয়াড়কেও চাকরি দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মোট ১৫৪৩ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হচ্ছে। পুলিশের অনেক পদ বাড়ানো হয়েছে। রাজ্য পুলিশে আরও ২৪০০ কনস্টেবল নিয়োগ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও ৪৮টি মহিলা পুলিশ থানা হয়েছে। ৯ টি পুলিশ জেলা হয়েছে। ৬ টি নতুন পুলিশ কমিশনারেট হয়েছে।
তিনি জানান, কোভিডে যেসব পুলিশ কর্মীরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ১৫ লক্ষ টাকার পাশাপাশি ১ জনকে চাকরি দেওয়া হয়েছে। আক্রান্তদের ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.