মুখ্যমন্ত্রীকে বাজেট পড়তে বাধা বিজেপির, বিধানসভায় জয় শ্রীরাম স্লোগান
বিজেপির ৩-৪ জন বিধায়ক বিক্ষোভ দেখাতে শুরু করেন
বেনজির ঘটনার সাক্ষী হল বিধানসভা। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বাজেট পেশ করেন। আগেই ঠিক ছিল অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থতার জন্য এবার মুখ্যমন্ত্রী বাজেট পেশ করবেন। মমতা ব্যানার্জি বাজেট পড়তে শুরু করা মাত্রই বিজেপির ৩-৪ জন বিধায়ক বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিজেপি বিধায়করা বিধানসভার ওয়েলে নেমে মুখ্যমন্ত্রীকে বাজেট পড়তে বাধা দেন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বাজেট পাঠ বন্ধ করে বসে পড়েন। কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে বিজেপি বিধায়করা জয় শ্রীরাম স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
বাম ও কংগ্রেস বিধায়করা আগেই বাজেট অধিবেশন বয়কট করেছিল।
Comments are closed.