মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রাজ্যের পাঠানো প্যানেল থেকেই ৩ জনকে বেছে নিল কমিশন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর থেকে ৩ অফিসারকে সরিয়ে দিয়েছিল কমিশন। এরপর নবান্ন বিকল্প অফিসার নিয়োগের জন্য ৯ জনের প্যানেল কমিশনকে পাঠায়। ১০ দিন পর কমিশন এদের মধ্যে ৩ জনকে বেছে নেয়। মঙ্গলবার এই ঘোষণার পরেই বুধবার নতুন অফিসাররা নিজেদের পদে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন- CJI কে নিয়ে মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, দাবি NDTV’র]
কমিশন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার শৈবাল বর্মনের জায়গায় নিয়োগ হয়েছেন আদিবাসী কল্যাণ দফতরের বিশেষ সচিব বিজিতকুমার ধর। অন্যদিকে শৈবালকে নবান্নে অর্থ দফতরের বিশেষ সচিব পদে নিয়োগ করা হয়েছে। শৈবাল কমিশনের সিইও দফতরে সাড়ে ১০ বছর ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
যুগ্ম সিইও হিসেবে কমিশনে যোগ দিচ্ছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের যুগ্ম সিইও অরিন্দম নিয়োগী। এই পদে ছিলেন অনামিকা মজুমদার, তিনি গেলেন পঞ্চায়েত দফতরে। ডেপুটি সিইও পদে এসেছেন সৌরভ বারিক। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মরত ছিলেন। এই পদে আগে ছিলেন অমিতজ্যোতি ভট্টাচার্য। তাঁকে পাঠানো হয়েছে গ্রিভান্স সেলে।
Comments are closed.