পামেলাকে কোকেন দিত বিজেপি নেতা রাকেশ! যুব মোর্চা নেত্রীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
পামেলার দেওয়া তথ্যের ভিত্তিতেই রাকেশ সিংহ গ্রেফতার
বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামীকে কোকেন সরবরাহ করতেন রাকেশ সিংহ?
পুলিশের দাবি, পামেলাকে জেরায় বেরিয়ে এসেছে এই গুরুত্বপূর্ণ তথ্য। পামেলার বক্তব্যের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, জেরায় পামেলা দাবি করেছেন, তাঁকে কোকেন সরবরাহ করতেন রাকেশ সিংহ। তবে রাকেশ নিজে হাতে কোকেন পামেলার হাতে তুলে দিতেন না। কোকেন যেত ঘুরপথে। মাঝে একজন লিঙ্কম্যান রয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশের দাবি, পামেলার দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজেপি নেতা রাকেশ সিংহকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতায় কোকেন-পাচারের অভিযোগে ধৃত, বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামীর মুখে গত ২০ ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংহের নাম উঠে আসে। সেই ঘটনায় ইতিমধ্যে নিউ আলিপুর থানায় মামলা রুজু হয়েছে। সেই মামলাতে মঙ্গলবার বিকেল চারটেয় লালবাজারের নারকোটিক্স বিভাগে হাজিরা হওয়ার জন্য রাকেশ সিংহকে সিআরপিসি-র ১৬০ ধারা ও এনডিপিসি আইনের ৬৭ নম্বর ধারায় নোটিস দেয় পুলিশ। কিন্তু রাকেশ আসেননি।
Comments are closed.