ফের কাশ্মীরে বিপুল সেনা সমাবেশ, ভোটের ডিউটি সেরে ফিরছে আধা সেনা, জানাল প্রশাসন

আচমকাই জম্মু ও কাশ্মীরে বিপুল সেনা সমাবেশ। নতুন করে উদ্বেগে উপত্যকার রাজনৈতিক নেতারা। বেশিরভাগ সেনা মোতায়েন হয়েছে উত্তর কাশ্মীর এবং জম্মুতে।

রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালের অগাস্টে শেষবার এত সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছিল। সেই সময় কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভাগ করা হয়। মোদী সরকার বাতিল করেছিল ৩৭০ ধারা। ২০২১ সালের জুন মাসে ফের বিপুল সৈন্য মোতায়েন নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের অগাস্ট মাসে ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। তারপর রাজ্যটিকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ, দুটি কেন্দ্র শাসিত অঞ্চল করার কথা ঘোষণা করা হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলি থেকে ভোটের পর ফিরে এসেছে আধা সেনা। ফলে তাদের পুরনো জায়গায় মোতায়েন করা হচ্ছে। নতুন করে সেনা সমাবেশ হচ্ছে না।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু কাশ্মীর থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই গিয়েছিল ২০০ কোম্পানি আধা সেনা। তাঁদের মধ্যে কিছু ফিরে এসেছে গত মাসে। আর বাকিদের ফেরা চলছে।

Comments are closed.