মধ্যবিত্তের জন্য সুখবর, রেপো রেট এবারও অপরিবর্তিত

মধ্যবিত্তের জন্য সুখবর। ঋণের চাপ থেকে মধ্যবিত্তদের দিতে সক্রিয়তা পদক্ষেপ ভারতীয় রিজ়ার্ভ ব্যাংকের (আরবিআই)। টানা ছ’বার অপরিবর্তিত রাখা হল রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)। আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। লোকসভা ভোটের আগে বদল হয়নি রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)-ও।

‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি)-র দ্বিমাসিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, খাদ্যপণ্যের দামে ওঠাপড়া মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলেছে। তাই মধ্যবিত্তের সুবিধার জন্য এবারও রেপ রেট এক রাখা হচ্ছে। ঘটনাচক্রে, ২০২২-এর গোড়া থেকে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছ’বার রেপো রেট এবং রিভার্স রেপো রেট বাড়িয়েছিল আরবিআই।

Comments are closed.