‘CMO’ তে প্রতিবছর কাজের সুযোগ পাবেন পড়ুয়ারা, বড় ঘোষণা মমতা ব্যানার্জির

CMO অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতরে প্রতিবছর ৫০০ জন করে ছাত্রছাত্রী ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পাবেন। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ঘোষণা করলেন মমতা ব্যানার্জি।

প্রশাসনিক স্তরে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ দফতর CMO। কার্যত গোটা রাজ্য পরিচালনা হয় এখান থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় কাজের সুযোগ পেতে চলেছেন রাজ্যের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর CMO তে ৫০০ করে ছেলে মেয়েকে ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। রাজ্য সরকার উন্নয়নমূলক যে কাজ করছে, তা দেখতে ওই ছাত্রছাত্রীদের ফিল্ডে পাঠানো হবে। কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হবে যা ভবিষ্যৎ-এ চাকরিজীবনে সুবিধা করে দেবে পড়ুয়াদের।

বিশেষজ্ঞদের মতে, পড়াশোনা শেষ করে অনেকেই IAS, WBCS মতো প্রশাসনিক কাজে যোগ দিতে চান। সেক্ষত্রে খাতায় কলমে মুখ্যমন্ত্রীর দফতরে কাজের অভিজ্ঞতা পরবর্তী সময়ের জন্য তাঁদের সাহায্য করবে।

শনিবার ফের একবার ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রীর প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তৃতায়। নারী ক্ষমতায়ন নিয়েও এদিন বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.