আদালতে অস্বস্তি বাড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বুধবার গরু পাচার মামলায় ডিভিশন বেঞ্চও তাঁর রক্ষাকবচের আরজি খারিজ করল। সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ গরু পাচার তদন্তে সিবিআই তলব করলে, অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতেই হবে।
গরু পাচার মামলায় এর আগে চারবার সিবিআই তলব করলেও শাররীক অসুস্থার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। শেষ বার সিবিআই তলবের পরিপ্রেক্ষিতে রক্ষাকবচের আবেদন করে আদালতের দ্বারস্থ হন তিনি। সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কা করে বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে মামলা করেন অনুব্রত। কিন্তু সে সময় তাঁর রক্ষাকবচ খারিজ করে দেয় আদালতের সিঙ্গেল বেঞ্চ।
সিঙ্গেল বেঞ্চে শুনানি চলাকালীন অনুব্রতের আইনজীবী বলেন, এর আগে একাধিক ক্ষেত্রে দেখে গিয়েছে সাক্ষী হিসেবে তলব করে সিবিআই অনেককে গ্রেফতার করেছে। আমার মক্কেলের ক্ষেত্রে সিবিআই এরকম কোনও কঠিন পদক্ষেপ নেবে না, আদালতে তা পরিষ্কার করে জানাক। যদিও অনুব্রতের আইনজীবীর সওয়ালের পরিপ্রেক্ষিতে জাস্টিস মান্থা মন্তব্য করেন, আদালতকে বার বার কেউ ঢাল হিসাবে ব্যবহার করতে পারে না। কোর্ট এভাবে সিবিআইকেও তদন্তের ক্ষেত্রেও হাত বেঁধে দিতে পারে না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। কিন্তু এদিন ডিভিশন বেঞ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল।
Comments are closed.