দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে গামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরমধ্যে দুটি জেলায় ভারী এবং অতিভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা আছে।
কিন্তু রাজ্যে বৃষ্টি হলেও এটা বর্ষা নয়। রাজ্যে কবে বর্ষা ঢুকছে তা এখনও জানাতে পারেনি হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, কেরলে এখনও বর্ষা ঢুকতে কিছুটা দেরি আছে। সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা ঢোকে। আর কেরলের পরেই বাংলায় আসে বর্ষা। তবে এই বছর একটু আগেই বর্ষা আসবে কেরলে বলে জানা গিয়েছে। অন্যদিকে ফের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসবে কর্ণাটক।
Comments are closed.