৫ মিনিটেই মিলবে ‘পরবর্তী’ মেট্রো। কাজের দিনে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শনিবার কলকাতা মেট্রোর তরফে এমনই সুখবর জানানো হয়েছে। কাজের দিনগুলোতে অর্থাৎ সোম থেকে শুক্র মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই ট্রেন পাবেন যাত্রীরা। গন্তব্যে জলদি পৌঁছানোর পাশাপাশি ভিড়ের হাত থেকেও কিছুটা রেহাই পাবেন নিত্যযাত্রীরা।
শনিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোম থেকে শুক্র আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সারাদিনে ২৮২ খানা মেট্রো চালানো হতো। তবে আগামী ১ জুলাই থেকে দিনে আরও ৬ খানা মেট্রো বাড়ানো হচ্ছে। অর্থাৎ পয়লা জুলাইয়ের পর থেকে ২৮৮টি মেট্রো চলবে রোজ। আপাতত দক্ষিনেশ্বর কবি সুভাষ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ছিল ৬ থেকে ৭ মিনিট। কখনও কখনও সেটা ১০ মিনিটও হয়ে যেত। ট্রেনের সংখ্যা বাড়ার ফলে সেই ব্যবধান টাও কমবে, যার ফলে নিত্যযাত্রীরা আরও দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
এক কথায় শহরের লাইফলাইন এই মেট্রো। খুব অল্প সময়ের মধ্যেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যায় মেট্রো চেপে। যার ফলে যত দিন যাচ্ছে মেট্রোতে যাত্রীর সংখ্যাও বাড়ছে। ফলে করোনা কালে ভিড় নিয়ন্ত্রণ করাটাও মেট্রো কর্তৃপক্ষের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সে কারণেও মেট্রোর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেনের সংখ্যা শুধুমাত্র সোম থেকে শুক্রবারের জন্যই বাড়ানো হয়েছে। বাকি দু’দিন অর্থাৎ শনি ও রবি আগের সূচি অনুযায়ীই ট্রেন চলবে।
Comments are closed.