ভক্তদের জন্য রথযাত্রায় একগুচ্ছ নির্দেশিকা জারি ওড়িশা সরকারের

এই বছর ভক্তরা অংশ নেবেন রথযাত্রায়। গত দু’বছর করোনার প্রকোপে রথযাত্রায় অংশ নিতে পারেননি ভক্তরা। কিন্তু এই বছরেও চোখ রাঙাচ্ছে করোনা। তাই রথযাত্রায় জারি হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। রথযাত্রা উপলক্ষে ভক্তদের জন্য একগুচ্ছ কোভিড বিধিনিষেধ জারি করেছে ওড়িশা প্রশাসন। কোভিডের বিন্দুমাত্র উপসর্গ থাকলেই রথযাত্রায় কোনওভাবে শ্রীমন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাবে না। উপসর্গ আছে কি না তা দেখবেন স্বাস্থ্যকর্মীরা। মন্দিরে ঢোকার আগেও দুটি ডোজ টিকা বাধ্যতামূলক।

ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক ছাড়া কোনওভাবেই রথযাত্রায় শামিল হওয়া যাবে না। মাস্ক ছাড়া পুণ্যার্থীকে দেখতে পেলেই কড়া পদক্ষেপ করবে প্রশাসন। রথযাত্রার আগে এবং রথের দিন শ্রীক্ষেত্র চত্বর স্যানিটাইজেশন করা হবে। এই বছর রথেও কুম্ভমেলার মতন হেলথ ক্যাম্প, কোভিড টেস্ট সেন্টার করা হয়েছে। জগন্নাথ মন্দির, গুন্ডিচা মন্দির এবং গোটা পুরী চত্বরে কোভিড বিধিনিষেধ জোরদার করা হয়েছে। শুধুমাত্র ভক্তরা নয়, কোনও সেবায়েতের কোভিড উপসর্গ থাকলেও সে রথযাত্রায় অংশ নিতে পারবেন না।

Comments are closed.