কোভিডের দু’বছর বাদ দিলে, পুজোর ক’দিন রাতে বিশেষ ট্রেন চালায় কলকাতা মেট্রো। প্যান্ডেল হোপিং শেষে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন তার জন্য দীর্ঘদিন ধরেই ব্যবস্থা করে আসছে মেট্রো কর্তৃপক্ষ। তবে এবছর পুজো উপলক্ষ্যে নতুন চমক দিল কলকাতা মেট্রো। শুধু পুজোর ক’দিন নয় কেনাকাটার জন্য ছুটির দিনগুলোতে আরও বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর আগে যাতে শহরবাসী নিশ্চিন্তে পুজোর শপিং করতে পারেন, সে লক্ষ্যে এই একমাস শনি ও রবিবার মেট্রোর সংখ্যা বাড়ানো হবে। আগে শনিবার সারাদিনে মেট্রো চলত ২৩৪ টি। আগামী ৩ সেপ্টেম্বর থেকে তা বেড়ে ২৮২টি হবে। আপ এবং ডাউন লাইনে মেট্রো চলবে ১৪১টি করে। অন্যদিকে রবিবার যেখানে মেট্রো চলে ১৩০ টি। তা বাড়িয়ে ১৬৪ টি করা হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর জানিয়েছেন, পুজোর আগে এই মাসখানেক গরিয়াহাট, শ্যামবাজার, নিউ মার্কেটে শপিং-এর জন্য যে পরিমাণ ভিড় হয়, তার সিংহভাগই মেট্রোতে যাতায়াত করে। সে কারণেই যাত্রী সুবিধার কথা ভেবে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.