শেষ পর্যন্ত ট্যুইটারের মালিক হলেন এলন মাস্ক,চাকরি গেল পরাগ আগরওয়ালের 

অবশেষে ট্যুইটার কিনলেন এলন মাস্ক। বৃহস্পতিবার গভীর রাতে সমস্ত ‘কাগজপত্রের’ কাজ শেষে ট্যুইটারের মালিকানা আসে মাস্কের হাতে। আর জল্পনা সত্যি করে দায়িত্ব নিয়েই ট্যুইটারের সিও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকে সরিয়ে দিয়েছেন মার্কিন ধনকুবের। সেই সঙ্গে ট্যুইটারের বহু কর্তারই চাকরি গিয়েছে।

‘২১’-এর ডিসেম্বর মাসেই মাস্ক ট্যুইটার কিনে নিচ্ছেন বলে খবর ছড়ায়। কিন্তু ট্যুইটাররের তৎকালীন কর্তাদের সঙ্গে মতানৈক্যর কারণে জটিলতা শুরু হয়। জল গড়ায় আদালত পর্যন্তও। ট্যুইটার কেনার চুক্তি থেকে মাস্ক সরে এসেছেন, এমন অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন সদ্য প্রাক্তন সিও পরাগ। সেই মামলাতে আদালত নির্দেশ দেয়, আগের চুক্তি অনুযায়ী শুক্রবারের মধ্যে ট্যুইটারের সঙ্গে মাস্ককে সমস্ত লেনদেন শেষ করতে হবে। আদালতের দেওয়া মেয়াদ শেষ হওয়ার আগেই ট্যুইটার কেনার চুক্তি সেরে ফেলেন মাস্ক। 

উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই ট্যুইটারের সমস্ত শেয়ার কিনে ফেলেছিলেন মাস্ক। কিন্তু হঠাৎই জানিয়ে দেন, তিনি ট্যুইটার কিনছেন না। সে সময় মাস্ক অভিযোগ করেছিলেন, ট্যুইটারের সিও তাঁকে সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্ত করেছেন। ভুয়ো একাউন্ট নিয়ে মাস্ককে নাকি কোনও তথ্যই দেয়নি পরাগ। পাল্টা মাস্কের চুক্তি থেকে সরে আসার জন্য আদালতের দ্বারস্থ হন পরাগ আগরওয়াল। 

Comments are closed.