আরও আকর্ষণীয় হচ্ছে Whatsapp। এবার থেকেও টেক্সট ম্যাসেজ, ভয়েস ম্যাসেজের মতো পাঠানো যাবে সংক্ষিপ্ত ভিডিও ম্যাসেজও। সম্প্রতি whatsapp এর প্রধান সংস্থা মেটার তরফে এমনটা জানানো হয়েছে।
জানা গিয়েছে, নতুন এই ফিচারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ব্যবহারকারীরা স্মার্ট ফোন এই ফিচার পাবেন। তবে মেটার তরফে এমনটাও জানানো হয়েছে যে আপাতত নতুন ফিচার শুধুমাত্র আইওএস ভার্সানের জন্য চালু করা হচ্ছে। তবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ভার্সানের জন্যও খুব শীঘ্রই এই ফিচার চালু করা হবে বলে খবর।
জানা গিয়েছে, ভিডিও বার্তায় ৬০ সেকেন্ডের মধ্যে ভিডিও ম্যাসেজ শেয়ার করা যাবে। ভয়েস ম্যাসেজ পাঠানোর জন্য যে রকম চ্যাটের অপশনে গিয়ে মাইক অপশনটায় ক্লিক করতে হয়, একই ভাবে ভিডিও ম্যাসেজের জন্য ক্যামেরা অপশনটি ক্লিক করতে হবে।
সম্প্রতি whatsapp-এ একগুচ্ছ নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। যার মধ্যে অডিও স্ট্যাটাসও রয়েছে। এসবের মধ্যেই whtasapp-এর নতুন ফিচারের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা।
Comments are closed.