প্রায় নতুন নতুন ফিচার এনে Whatsapp-কে আরও আকর্ষণীয় করে তুলছে মেটা। স্টেটাসে ভয়েস ম্যাসেজ হোক কিংবা একসঙ্গে অনেকগুলো ডিভাইস থেকে Whatsapp খোলা। প্রতিবারেই ব্যবহারকারীদের কাছে আরও নতুন হয়ে উঠছে জনপ্রিয় এই App। এবার আরও এক নতুন ফিচার আনছে whatsapp। জানা গিয়েছে, এবার থেকে whatsapp কোনও একটি নির্দিষ্ট চ্যাট গোপন করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। নির্দিষ্ট পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে কোনও একটি চ্যাট লক করে রাখতে পারবেন ব্যাবহারকারী।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, App লকের মতোই পাসওয়ার্ড বা ফ্রিঙ্গার প্রিন্ট ব্যবহার করে যে কোনও চ্যাটকে লক করে রাখা যাবে। শুধু লকই নয়, অন্য কেউ Whatsapp খুললেও সেই চ্যাট নজরে আসবে না। যতক্ষণ না ব্যবহারকারী সেই চ্যাট খোলেন। এর পাশাপাশি চ্যাট আলাদা আলাদা ফোল্ডার তৈরি করেও সংরক্ষণ করে রাখা যাবে।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে whatsapp আপডেট করলেই নতুন এই ফিচারের সুবিধে মিলবে। যে চ্যাটটি ব্যবহারকারী গোপন করে রাখতে চাইছেন, সেই চ্যাটের প্রোফাইল পিকচারে গিয়ে ক্লিক করলেই নীচে চ্যাট লকের একটি অপশন আসবে। সেটি সিলেক্ট করলেই চ্যাটটি লক করা যাবে।
Comments are closed.