সম্প্রতি মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় বারাণসীর মতো এ রাজ্যের গঙ্গার ঘাটগুলোতেও গঙ্গা আরতি শুরু হয়েছে। ২ মার্চ থেকে কলকাতার বাজে কদমতলা ঘাটেও গঙ্গা আরতি শুরু হয়েছে। যার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রতিদিনই প্রায় হাজারের মতো দর্শনার্থী বাজে কদমতলা ঘাটে আসেন গঙ্গা আরতি দেখতে। এবার সেই দর্শনার্থীদের উদ্দেশ্যে বিশেষ ভোগের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। সপ্তাহে একদিন, শনিবার ওই ভোগের আয়োজন করছে পুরসভা। মেনুতে থাকছে খিচুড়ি ও লাবড়া। প্রতি শনিবার করেই সেই ভোগ মিলছে আরতি শেষে। পুরসভা সূত্রে খবর, প্রতি শনিবার ১০০ কেজি চাল এবং ৫০ কেজি ডালের খিচুড়ি করা হচ্ছে। সঙ্গে থাকছে সঙ্গী লাবড়া। সপ্তাহে শনিবারের বদলে রোজই এই ভোগের ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে পরিকল্পনা শুরু করেছে কলকাতা পুরসভা।
প্রসঙ্গত, শুধু ধর্মীয় কারণই নয়, দেশ বিদেশে থেকে কলকাতায় ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ বাড়াতেও এই গঙ্গা আরতির পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যে বেলা গঙ্গা ভ্রমণের সঙ্গে এই আরতি দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বাড়তি পাওনা থাকবে বলে অনেকের মত।
Comments are closed.