১০০ বছর পর লাইব্রেরি ফিরে পেল বই! জরিমানার অঙ্ক শুনলে আঁতকে উঠবেন 

এক, দু বছর নয়। রীতিমত ১০০ বছর। ১০০ বছর আগে লাইব্রেরি থেকে ইস্যু হওয়া একটি বই পুনরায় লাইব্রেরিতে ফিরে এল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটি ঘটেছে। আর যে লাইব্রেরিতে বইটি ফিরে এসেছে সেটির নাম সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরি। ওই গ্রন্থাগার কর্তৃপক্ষ জনিয়েছে, তারা সম্প্রতি এমন একটি বই ফেরত পেয়েছে যা আজ থেকে ১০০ বছর আগে লাইব্রেরি থেকে ইস্যু হয়েছিল। 

সাধারণত লাইব্রেরিতে কোনও বই ফেরত দিতে দেরি , লাইব্রেরির বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করলে একটি জরিমানা নেয় লাইব্রেরি কর্তৃপক্ষ। সেন্ট হেলেনা লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, বই ফেরত দিতে দেরি হলে তারা কোনও জরিমানা করে না। যদি তা করতো তা হলে বইটির জন্য বর্তমান মালিককে ১৪১৩ ডলার গুনতে হতো। ভারতীয় টাকায় যার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা মতো। 

যে বইটিকে নিয়ে এত হইচই, সেটিও বেশ বিখ্যাত বই। বইটির নাম  ‘আ হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস’।লেখক বেনসন লসিং। বইটি প্রকাশিত হয়েছিল, ১৮৮১ সাল নাগাদ। লাইব্রেরির তরফে জানা গিয়েছে, বইটি ফেরত দেওয়ার কথা ছিল, ১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি। 

Comments are closed.