হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোলেই বড় অঙ্কের জিরিমানা গুনতে হয় সাধারণ মানুষকে। অথচ শহরের রাস্তায় মাঝে মাঝেই দেখা যায়, ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মী, সার্জেন্টরা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। যা নিয়ে মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে অনেকে সরব হয়েছেন। কেউ কেউ আবার, ট্রাফিক পুলিশ নিয়ম মানছে না বলে থানায় গিয়ে অভিযোগও দায়ের করেছেন। এবার সেই প্রবণতা রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। কর্তব্যরত পুলিশ কর্মীরাও যাতে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করেন, তার জন্য লালবাজার কর্তব্যরত সার্জেন্টদের হেলমেট উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর এমনটাই।
জানা গিয়েছে, ইতিমিধ্যেই লালবাজারের তরফে ৫০০ টি অত্যাধুনিক ফুল মাস্ক বিশেষ হেলমেট সার্জেন্টদের জন্য কেনা হয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলো পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। ভবিষ্যতে হেলমেট উপহারের সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে খবর।
লালবাজারের কর্তাদের দাবি, এই পরিকল্পনার জেরে যেমন পুলিশের মধ্যেও হেলমেট পড়ার প্রবণতা বাড়বে, একই সঙ্গে তাঁরা উৎসাহও পাবে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন পুলিশকর্মীরা। উৎসবের দিন হোক বা বিশেষ কোনও দিন, ছুটি নেওয়ার উপায় নেই। কার্যত গোটা শহরটাকে সচল রেখেছে ট্রাফিক পুলিশ। তাদের জন্য লাবাজারের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে।
Comments are closed.