যাদবপুর, শ্রীরামপুরের পর কফি হাউসের নতুন শাখা খুলল ডায়মন্ড হারবারে। কলেজস্ট্রিটের প্রাচীন কফি হাউসের জনপ্রিয় সব পদই মিলবে নতুন আউটলেটে। সেই সঙ্গে কফি হাউসের পরিচিতি আড্ডা তো রয়েছেই।
এনএইচ ১৭ এর ওপরে ৩৫০০ বর্গফুট জায়গা নিয়ে কফি হাউসের নতুন এই আউটলেটেটা খুলেছে। কফি হাউসের জনপ্রিয় ইনফিউসন কফি, পিঁয়াজ পকোড়া, কবিরাজি, কোল্ড কফি, স্যান্ডউইচ, মোগলাই, চিকেন অমলেট, ফিস ফ্রাই, জিভে জল আনা সবপদই হাজির থাকছে ডায়মন্ড হারবার কফি হাউসে। এসি নন এসি দু’রকমের বসার জায়গার ব্যবস্থা থাকছে।
বৃহস্পতিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে কফি হাউসের নতুন শাখা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলেই উপস্থিত ছিলেন।
কলেজ পড়ুয়াদের কাছে কলেজস্ট্রিট কফি হাউসের জনপ্রিয়তা ঠিক কতটা, তা নতুন করে বলার প্রয়োজন নেই। বই পাড়া ঘুরে কফি হাউসে ঢুঁ মারা এক ধরণের নিয়মে পরিণত হয়েছে। পড়ুয়াদের পাশাপাশি চাকরিজীবী থেকে শুরু করে কবি সাহিত্যেকদের অত্যন্ত পছন্দের আড্ডার জায়গা শতাব্দী প্রাচীন এই বাড়ি। এবার সেই স্বাদই কিছুটা পাবেন ডায়মন্ড হারবারের বাসিন্দারাও।
Comments are closed.