প্রযুক্তির দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে আর্টিফিসায়াল ইন্টালেজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কার্যত মানুষের জায়গা নিচ্ছে প্রযুক্তির এই নতুন ধারা। আর্টিফিসায়াল ইন্টালেজেন্সির জেরে অনেক প্রযুক্তি কর্মী তাঁদের কাজ হারাচ্ছেন। ভবিষ্যতে এই সংখ্যাটা আরও ব্যাপক হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। এই অবস্থায় ফের একবার ai এর নতুন চমক দেখা গেল। কোনও মানুষ নন। হুবহু মানুষের মতো দেখতে টিভিতে খবর পড়ছে AI অ্যাঙ্কর। নাম লিসা। আর এই অবাক কাণ্ডটি দেখা গেল পড়শী রাজ্য ওড়িশারই একটি নিউজ চ্যানেলে।
ওড়িশার ওই টিভি চ্যানেল OTV তে এবার খবর পড়বেন এবার থেকে এক AI অ্যাঙ্কর। যা প্রকাশ্যে আসার পর সারা দেশে হৈচৈ পড়ে গিয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে এই নিউজ অ্যাঙ্করকে সামনে আনা হয়। নিউজ অ্যাঙ্কর লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি)র অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা। এদিন তিনি জানান, খবর সম্প্রচারে সারা বিশ্বেই AI টেকনোলজি ব্যবহার হচ্ছে। নতুন নতুন মাইল ফলক তৈরি হয়েছে। এবার তারই অংশীদার হল আমাদের চ্যানেল।
Comments are closed.