লটারি জিতে অনেকেরই ভাগ্য বদলে যায় রাতারাতি। আজকাল এরকম লটারি জেতার খবর প্রায়শই পাওয়া যাচ্ছে। তবে টমেটো বিক্রি করে এক মাসের মধ্যেই কোটিপতি এমন ঘটনা কার্জত নজিরবিহীন। যদিও অনেকেই মস্করা করে বলছেন, দিন দিন টমেটো সহ অন্যান্য সব্জি যে ভাবে মহার্ঘ্য হয়ে যাচ্ছে তাতে কোটিপতি হওয়াটা অসম্ভব কোনও ঘটনা নয়।
বলা হচ্ছে মহারাষ্ট্রের এক কৃষকের কথা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মহারাষ্ট্রের পুনে জেলার কৃষক তুকারাম ভাগোজি গায়াকার এবং তার পরিবার এক মাসে ১৩ হাজার ক্রেট টমেটো বিক্রি করেছে। আর যেখান থেকে তাঁর পরিবারের মোট হয়েছে ১.৫ কোটি টাকারও বেশি।
সম্প্রতি আকাশ ছুঁয়েছিল টমেটোর দাম। সেই সময় এক ক্রেট টমেটো প্রায় ২১০০ টাকায় বিক্রি করছেন তুকারাম গায়কর। ১৮ একর জমির মধ্যে ১২ একর জমিতেই টমেটো চাষ করেছিলেন তিনি। সংবাদ সংস্থার দাবি, শুধু শুক্রবারই প্রায় ৯০০ ক্রেট টমেটো বিক্রি করেছেন তুকরাম। যেখান থেকে ওই একদিনেই তিনি ১৮ লক্ষ টাকা রোজগার করেছেন। টমেটোর দাম মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেললেও তুকারামের মতো অনেক কৃষকের মুখেই হাসি ফুটিয়েছে।
Comments are closed.