৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অতিথির তালিকায় শারুখের পাশাপাশি থাকছেন সলমনও!
শহরের সিনেমা প্রেমীদের জন্য সুখবর। ৫ নভেম্বর কলকাতায় শুরু হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাঁচদিন ব্যাপী এই উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ফিল্ম ফেস্টিভ্যাল মানেই হরেক রকমের ছবি দেখার সুযোগ। বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের ছবি দেখতে নন্দন চত্বরে ভিড় জমান সেনামপ্রেমীরা। তবে ছবির পাশাপাশি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিকেও নজর থাকে সবার। বিশেষ করে আমন্ত্রিত অতিথির তালিকায় কারা থাকছেন।
কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারে আমন্ত্রিত অতিথির তালিকায় যেমন শারুখ খান থাকছেন, একই সঙ্গে এবারে সেই তালিকায় থাকার কথা আরেক সুপারস্টার সালমান খানেরও। ৩০ আগস্ট রাখিপূর্ণিমার দিন বিকেলে জলসায় গিয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরিয়ে দুর্গাপুজো, ফিল্মোৎসবের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। বিগ-বি’র বাড়ি থেকে বেরিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে চমকপ্রদ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে শারুখ খানের পাশাপাশি সালমান থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। সেই সঙ্গে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে আসার জন্য মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন অনিল কাপুরও। সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে শারুখ-সালমানের একসঙ্গে দেখা মিললে সিনে প্রেমীদের কাছেও তা বাড়তি পাওনা হবে।
Comments are closed.