চলতি বছরের মার্চ মাসের মধ্যে চার লক্ষ প্রিপেড স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। গোটা রাজ্যে কেন্দ্রের ‘রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম’ (আরডিএসএস)–এর আওতায় ৪৫ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার বসানোর যে কর্মসূচি বণ্টন সংস্থা নিয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজারের মতো মিটার বসেছে। সরকারি দপ্তর, সরকারি সংস্থার অফিস, কলকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো বণ্টন সংস্থার বড় গ্রাহকের ঠিকানায় ইতিমধ্যেই ১ লক্ষ ১০ হাজারের মতো প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে ইসক্রামেকো ইন্ডিয়া। এ ছাড়া বারাসত, মধ্যমগ্রাম ও কল্যাণীতে ৫০ হাজারের কিছু বেশি গার্হস্থ্য গ্রাহকের ঠিকানায় প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে বণ্টন সংস্থা।
আগামী ৩১ মার্চের মধ্যে ইসক্রামেকো আরও ৫০ হাজার ও বণ্টন সংস্থা দেড় লক্ষের মতো মিটার বসানোর লক্ষ্যে কাজ করছে। বণ্টন সংস্থা যে ৫০ হাজারের মতো প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে, তার মধ্যে ২৩ হাজার গ্রাহককে প্রিপেডে কনভার্ট করা হয়েছে। অর্থাৎ, তাঁরা এখন মোবাইলে রিচার্জের মতো বিদ্যুৎ ব্যবহার করতে আগাম টাকা ভরছেন।
বিদ্যুৎ খরচ করার পর সেই টাকা ফুরিয়ে গেলে তাঁদের আবার রিচার্জ করতে হবে। ন্যূনতম রিচার্জ অ্যামাউন্ট ১০০ টাকা।
বণ্টন সংস্থা সব প্রিপেড গ্রাহককেই ৩০০ টাকা ক্রেডিট দিচ্ছে। ফলে, ওই ৩০০ টাকা শেষ না হওয়া পর্যন্ত কারেন্ট যাবে না। আর গ্রাহকও অ্যাকাউন্ট রিচার্জ করার জন্য সময় পাবেন। বণ্টন সংস্থা প্রিপেড স্মার্ট মিটারের গ্রাহকদের পোস্টপেড গ্রাহকদের তুলনায় ৩ শতাংশ অতিরিক্ত রিবেটও দিচ্ছে। অর্থাৎ, ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক ১০৩ টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া তাঁরা মোবাইল ডাউনলোড করা অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহার ও কত টাকা অ্যাকাউন্টে ব্যালান্স রয়েছে, তা জানতে পারবেন।
Comments are closed.