আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার

আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা দেশ। তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। ১৬২ দিনের মাথায় ওই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

শনিবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই মামলার রায়দান হয়। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। তার আগে ওইদিন দুপুর সাড়ে ১২টায় দোষীর বক্তব্যও শুনবেন বিচারক। তবে এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ বলেই দাবি করেছে। তাঁর বক্তব্য, এই কাজ একার পক্ষে করা আদৌ সম্ভব নয়।

গত বছর ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে শহর কলকাতা সহ গোটা দেশই উত্তাল হয়ে ওঠে। সিবিআই তদন্ত, বিচারের দাবিতে আন্দোলন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ-একের পর এক ঘটনাক্রম।শনিবার সেই মামলার রায় ঘোষণা হল। শুক্রবারই জানা গিয়েছিল, শিয়ালদহ আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ রায় ঘোষণা করবেন।

Comments are closed.