২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে শুরু হল দুয়ারে সরকার, চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত, মিলবে ৩৭ টি পরিষেবা

২৪ ডিসেম্বর শুক্রবার রাজ্যজুড়ে শুরু হল নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। ১ ফেব্রুয়ারি পর্যন্ত এর বিশেষ শিবিরগুলি (ভ্রাম্যমাণসহ) থেকে মোট ৩৭ ধরনের সরকারি পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনে বাড়ি বাড়ি সরকারি কর্মীদের পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়ছে। সরকারের নির্দেশ, পরিষেবা গ্রহণের আবেদন করার ফর্ম পর্যাপ্ত সংখ্যায় নিয়ে যেতে হবে। সাধারণ মানুষের প্রয়োজনে শিবিরে রাখা হবে জেরক্স মেশিন। সেখানে থাকবেন ফর্ম পূরণে সহায়ক লোকজনও। সমস্ত আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি। রবিবার ছাড়া সাধারণভাবে বাকি দিনগুলিতে এই শিবির চলবে। তবে স্থানীয় ভিত্তিতে প্রয়োজনে ছুটির দিনেও শিবির করা যেতে পারে বলে জানিয়েছে নবান্ন।

রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচির শুরু ২০২০ সালে। এখনও পর্যন্ত আটটি কর্মসূচি মারফত ৬ লক্ষ ৮৮ হাজার শিবির হয়েছে। সেগুলি থেকে ৮ কোটি ৮২ লক্ষ পরিষেবা পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর কাছে। এবার পরিষেবাগুলির মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি। বিধবাভাতা, বয়স্কভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করা যাবে।

Comments are closed.