অশোকনগরে তেল উৎপাদনের অনুমতি রাজ্যের, আগামী বছরের মাঝামাঝি ওএনজিসি খনন শুরু করবে

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি গ্লোবাল বেঙ্গল বিজ়নেস সামিটের ভ্যালেডিক্টরি সেশনে ওএনজিসি–কে ১ টাকায় অশোকনগরের জমি পেট্রোলিয়াম মাইনিং লিজ় (পিএমএল) দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে অশোকনগরে পাওয়া ভূগর্ভস্থ তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদনের পথ চওড়া হয়েছে। একই সঙ্গে ভারতের হাইড্রোকার্বন উৎপাদন মানচিত্রেও স্থান পাবে পশ্চিমবঙ্গ।

এবার দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ–এপ্রিলে উত্তর ২৪ পরগনার অশোকনগরে পাওয়া অপরিশোধিত তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে ওএনজিসি।

ইতিমধ্যেই অশোকনগর তেল ক্ষেত্রের অশোকনগর– ১ কুয়োতে তেল ও প্রাকৃতিক গ্যাস এবং অশোকনগর– ২ কুয়োতে প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় মিলেছে। পাশের কাঁকপুল– ১, রানাঘাট– ২ কুয়োতে প্রাকৃতিক গ্যাস পেয়েছে ওএনজিসি। ভুরকুন্দা– ১ ব্লকে তেল ও গ্যাস দুটোই মিলেছে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গা, ক্যানিং ও ভাঙড়ের বোদরায় তেল, গ্যাসের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি।

Comments are closed.