লন্ডন থেকে কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য ফের উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার লন্ডনের হাই কমিশনের পর মঙ্গলবার বণিকসভার বৈঠকেও এই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অনুরোধ, কলকাতা-বিমান সরাসরি বিমান চালু করুন। যারা প্রথম আসবেন, তাদের জ্বালানিতে ছাড় দেবে রাজ্য সরকার। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা ছিল। কেন জানি না তা বন্ধ হয়ে যায়। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দেব।
সম্প্রতি অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে লন্ডন সফরের সূচিতে বদল ঘটাতে হয় মুখ্যমন্ত্রীকে। সেই ঘটনার কথা উল্লেখ করে সোমবার বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান তিনি।
Comments are closed.