ই কমার্স সংস্থা অ‍্যমাজন ও ফ্লিপকার্টের গোডাউনে হানা দিয়ে উদ্ধার প্রচুর নিম্নমানের সামগ্রী

ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের একাধিক গোডাউনে তল্লাশি অভিযান চালিয়ে বাধ্যতামূলক শংসাপত্র নেই এমন বহু পণ্যের হদিস পেয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)।
ভারতীয় পণ্যের মানক নির্ধারণকারী সংস্থা বিআইএস সম্প্রতি তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ কথা জানিয়েছে।

সম্ভাব্য ক্ষতিকর পণ্যের হাত থেকে ক্রেতাদের রক্ষা করতে তারা এই পদক্ষেপ করেছে বলে বিআইএস জানিয়েছে। গুরুগ্রাম, লখনৌ এবং দিল্লিতে অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের একাধিক গোডাউনে তল্লাশি চালানোর পরে ৭ হাজারের বেশি নিম্নমানের পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে বিআইএস স্ট্যান্ডার্ডের চিহ্ন ছাড়া ইলেকট্রিক ওয়াটার হিটার, খেলনা, ব্লেন্ডার্স, বোতল এবং স্পিকার পাওয়া গিয়েছে। যা ২০১৬ সালের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বিআইএস) আইনের ১৭ নম্বর ধারার বিরোধী।

Comments are closed.