DA মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য 

সম্ভবনা মতোই ডিএ মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে  আবেদন করে রাজ্য সরকার। যদিও রাজ্যের সেই আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। এরপরই রাজ্য যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, তেমন ইঙ্গিত আগেই মিলেছিল। শুক্রবার দেখা গেল, সম্ভবনা সত্যি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। 

রাজ্যের দাবি, কর্মীদের পর্যাপ্ত ডিএ দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে বকেয়া ডিএ দেওয়া অপ্রত্যাশিত খরচ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে, এমনটা জল্পনা থাকায় সুপ্রিম কোর্টে আগেভাগে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল রাজ্য সরকারের কর্মীদের সংগঠনগুলি। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে মামলার রায় তাদের পক্ষেই হবে বলে আশাবাদী রাজ্য সরকারের কর্মীরা। 

Comments are closed.