ফের বন্দে ভারত নিয়ে ক্ষোভ উগরে দিল যাত্রীরা। হাওড়া এনজিপি বন্দে ভারতে বন্ধ হয়ে গেল এসি। এই চূড়ান্ত গরমে হঠাৎ এসি বিকল হয়ে যাওয়ায় রীতিমতো হয়রানির শিকার হতে হল যাত্রীদের। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সফররত যাত্রীরা।
শুক্রবার নির্দিষ্ট সময়েই হাওড়া থেকে ছাড়ে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ৬টি কোম্পার্টমেন্টের এসি বিকল হয়ে যায়। বোলপুর স্টেশনে পৌঁছানোর আগেই কামারকুণ্ডতে থেমে যায় ট্রেনটি। এদিকে বন্দে ভারতের দরজা অটোমেটিক হওয়ায়, ভেতরে আটকে পড়েন যাত্রীরা। এমনি জানলা খোলারও কোনও ব্যবস্থা না থাকায়, ভেতরে কার্যত দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থায় প্রায় ৬ মিনিট মতো ট্রেনের ভেতরে আটকে থাকেন যাত্রীরা। পরে যান্ত্রিক ত্রুটি ঠিক করে বোলপুরে ট্রেনটি পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও বন্দে ভারত নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি ঝড়ের মধ্যে আটকে পড়ে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের মধ্যেই কার্যত আটকে পড়ে যাত্রীরা। এছাড়াও, খাওয়ার নিয়েও একাধিকবার অভিযোগ উঠেছে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটি সবেমাত্র যাত্রা শুরু করেছে। তাই কিছু ত্রুটি হয়েছে। তবে ভবিষ্যতে যাতে তা না হয়, সেদিকে নজর রাখবে রেল।
Comments are closed.