মুখ, শরীরের অঙ্গ-প্রতঙ্গের সাহায্যে নব রসের প্রকাশ ঘটিয়ে কীভাবে মঞ্চে একটি চরিত্রকে জীবন্ত করে তুলবেন, তাই হাতে কলমে শেখাবে হৃদমাঝারের “সম্বোধি অভিনয়” কর্মশালা। রবিবার হৃদমাঝারের তরফে এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে। ছুটির দিনে আপনি চাইলেই অভিনব এই ওয়ার্কশপে অংশ নিতে পারেন। কিন্তু কীভাবে? জেনে নিন বিস্তারিত।
১৫ জানুয়ারি অর্থাৎ রবিবার কসবার ‘মায়া আর্ট স্পেসে’ বেলা ১১.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত এই ওয়ার্কশপটি হতে চলেছে। হৃদমাঝারের তরফে জানানো হয়েছে, ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য 9836395540 নাম্বরে ফোন অথবা টেক্সট করে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও [email protected] ইমেল করেও নাম নথিভুক্ত করা যাবে।
বিশিষ্ট নৃত্য শিল্পী এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কালামণ্ডলম ভেঙ্কিট ওয়ার্কশপটি কন্ডাক্ট করবেন। তাঁর গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম রবীন্দ্র সঙ্গীতকে দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলীতে পরিবেশন। কথাকলি নৃত্যশৈলির শিক্ষক হিসেবে ১৯৮৬ সালে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন। এছাড়াও দুর্দশনে একাধিকবার তাঁর অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। ছুটির দিনে একটু অন্যরকম অভিজ্ঞতার অংশীদার হতে চাইলে ঢুঁ মারতেই পারেন অভিনব এই কর্মশালায়।
প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাস থেকে হৃদমাঝারের যাত্রা শুরু। চার বন্ধু ইন্দ্রানী পাল, নীলাঞ্জনা ব্যানার্জী, পূর্বিতা মুখার্জি, রিখিয়া বসুর উদ্যোগেই তৈরি হয় হৃদমাঝারে। এর আগেও ‘সম্বোধি আলোক’ নামে শুধু আলোর ব্যবহার নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল হৃদমাঝারে।
Comments are closed.