আধার কার্ডের জন্য বিশেষ অ্যাপ আনল কেন্দ্র, স্মার্ট ফোন থাকলেই পাবেন একগুচ্ছ সুবিধা 

আধার কার্ডের জন্য এবার নতুন অ্যাপ আনল কেন্দ্র। বাড়িতে বসেই আধার কার্ডে নিজেদের পরিচিত নিশ্চিত করতে পারবেন ব্যবহারকারীরা। আধার সেন্টারে যাওয়ার দরকার নেই, স্মার্ট ফোনে Adhaar FaceRD  অ্যাপটি থাকলে সেটির মাধ্যমেই আধার আথেন্টিকেশন করতে পারবেন। 

Adhaar FaceRD অ্যাপটি ব্যবহার করে নিজেদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার কার্ডে পরিচয় নিশ্চিত করা যাবে। বিভিন্ন অ্যাপ ইন্সটল করতে গেলে এখন যেভাবে ফ্রন্ট ক্যামেরার সাহায্য-এ ফেস অথেন্টিকেশন করা হয়ে থাকে, একই ভাবে এই অ্যাপের মাধ্যমেও তা করা যাবে। গুগুল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই নতুন অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। 

এদিন Adhaar নামে ট্যুইটার হ্যান্ডেল থেকে নতুন অ্যাপের কথা জানানো হয়েছে। ট্যুইটে এও জানানো হয়েছে যে, Adhaar FaceRD অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন কাজে নিজের পরিচয় নিশ্চিত করতে পারবেন। লাইফ সার্টিফিকেট, বিভিন্ন সরকারি স্কলারশিপ, কৃষক কল্যাণ ইত্যাদি সরকারি প্রকল্পগুলোতে সুবিধা পেতে অনেক সময় পরিচয় নিশ্চিত করতে হয়। নতুন অ্যাপটি থাকলে আধারকার্ড হোল্ডাররা খুব সহজেই তা করতে পারবেন। 

Comments are closed.