ফিরে ফিরে নীল পাখি। ট্যুইটারের পরিচিত লোগো। সরে গেল ইলন মাস্কের সেই কুকুর। যা নিয়ে নতুন করে একবার হৈচৈ শুরু হয়েছে। যদি সেই পুরোনো লোগোই আনার ছিল, তাহলে ঘটা করে পুরোনো লোগো সরানোর কথা ঘোষণা করা হল কেন? আর সেই পরিবর্তন এই যদি করতে হয়, তাহলে আবার নতুন লোগো সরিয়ে দেওয়াই বা হল কেন?
দিন দুয়েক আগেই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন খোদ ইলন মাস্ক। তা নিয়ে নেট পাড়ায় তুমুল চর্চাও হয়েছিল। এসবের মধ্যেই আবার পুরোনো লোগো ফিরে আসায়, অনেকেই প্রশ্ন করছে ইলন মাস্ক করতেটা কী চাইছেন?
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, লোগো পরিবর্তনের ঘোষণার জন্য ট্যুইটারে বিনিয়োগকারীরা মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আবার এক পক্ষের মতে, ব্যবহারকারীদের ‘এপ্রিল ফুল’ বানাতেই মাস্কের এই ঘোষণা। সেই সঙ্গে এই সবের মধ্যে ট্যুইটারও নতুন করে বাড়তি জনপ্রিয়তা পাবে। এসব ফন্দি এঁটেই মাস্কের এই ট্যুইট বলে অনেকের মত।
Comments are closed.