মাসের শুরুতে কিছুটা স্বস্তি, দাম কমল বাণিজ্য গ্যাস সিলিন্ডারের 

জুনের শুরুতেই মিলল কিছুটা স্বস্তির খবর। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমল। যার জেরে এলপিজি ব্যবহারকারী হোটেল, রেস্তোরাঁর মালিকরা বেশ কিছুটা সুবিধে পাবেন। যদিও গৃহস্থের কাজে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই থাকছে।

ইন্ডিয়ান ওয়েলের তরফে জানা গিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৪ টাকা কমেছে। গত মাসে একটি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের ১৯৬০ টাকা দিতে হত। তবে বৃহস্পতিবার থেকে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের দিতে হবে ১৮৭৫ টাকা। এর আগে মে মাসেও গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। এ নিয়ে পরপর দু’বার বাণিজ্যিক গ্যাসের দাম কমল। তবে বাড়ির জন্য ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একই থাকছে।

বাণিজ্যিক গ্যাসের দাম কমার ফলে হোটেল রেস্তরাঁয় খাওয়ারের দামও কমবে বলে আশা করছে একাংশ। যার জেরে কিছুটা সুবিধে পাবে মধ্যবিত্ত। তবে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম একই থাকায় এখনও সমস্যায় একটা বড় অংশের মানুষ। এর জেরে এদের কোনও সুরাহা হচ্ছে না বলেই অনেকের মত। এই আবহে রান্নার গ্যাসের দাম কবে কমে এখন সেই আশায় সাধারণ মানুষ।

Comments are closed.