বিশ্বভারতীর সঙ্গে চূড়ান্ত সংঘাতের আবহে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নোবেল জয়ীর পাশে থেকে বিশ্বভারতীর উপাচার্য আক্রমণের পাশাপাশি অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন। আর রবিবার থেকেই রাজ্যের তরফে জেড প্লাস সিকিউরিটি পেলেন অধ্যাপক সেন।
রবিবার সকালে ‘প্রতীচী’থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অমর্ত্য সেন। জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি। সেখানে একটি আলোচনাচক্রে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নোবেলজয়ীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সব সময়ের যাতায়াতের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি, এছাড়াও আরও পাঁচটি গাড়ি ছিল তাঁর কনভয়ে।
বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ তুলে অমর্ত্য সেনকে একের পর নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও তীব্র আক্রমণ শানিয়েছিলেন নোবেল জয়ীকে। বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন দ্বন্দ যখন তুঙ্গে, সেই আবহে গত ৩০ জানুয়ারি তাঁর শান্তি নিকেতনের বাড়ি গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অমর্ত্য সেনকে নিজের হাতে জমির কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ‘প্রতীচী’তে দাঁড়িয়েই জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ যেন,অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার। সেই মতোই রবিবার থেকে নোবেলজয়ীর নিরাপত্তা বাড়ালো রাজ্য।
Comments are closed.