নবান্নে শুরু হয়ে গেল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লাও।
৫ নভেম্বর নবান্নের সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে যায়। আগে থেকেই ঠিক ছিল, এই বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ। কিন্তু ওই বৈঠকে তৃণমূল নেত্রী উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে একটি সংশয় ছিল। তবে শনিবার দেখা যায় মমতা ব্যানার্জি ওই বৈঠকে উপস্থিত হয়েছেন।
মমতা ব্যানার্জি এবং অমিত শাহের একই বৈঠকে হাজির ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে তাঁরা আলাদা করে কোনও বৈঠক করবেন সে বিষয়ে কিছু জানা যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী এক দেশ এক পুলিশের কথা বলেছিলেন। এই ভাবনায় কেন্দ্র নতুন বিল আনতে পারে বলে জানা যাচ্ছে। নিরাপত্তা কাউন্সলের বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। এছাড়াও সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মধ্যে বর্ডার সক্রান্ত আলোচনা হতে পারে বলেও জানা যাচ্ছে।
Comments are closed.