ফের বাতিল অমিত শাহের বঙ্গ সফর। ৭ মার্চ মোদীর ব্রিগেডের আগে উত্তর ও দক্ষিণ কলকাতায় রোড শো করার কথা ছিল অমিত শাহের। কিন্তু শোনা যাচ্ছে সেই সফর আপাতত বাতিল। আগামী রবিবার ব্রিগেডে মেগা র্যালি করবেন মোদী।
এখন প্রশ্ন উঠছে কেন, বাতিল হল অমিত সফর?
বিজেপির অন্দরের একটি অংশের দাবি, বামেদের ব্রিগেডে জনসমাগম একটা অলিখিত চ্যালেঞ্জ রেখে গেছে বিজেপির সামনে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন মন প্রাণ নিয়োজিত করতে চাইছে গেরুয়া শিবির। তাই অমিত শাহের জোড়া রোড শো সংগঠিত করতে আলাদা করে শক্তি ব্যয় করতে চাইছে না বিজেপি। সূত্রের খবর, এই পরামর্শ দিয়েছেন খোদ অমিত শাহ। পাশাপাশি তিনি জানিয়েছেন, রবিবার মোদীর সভা শেষ হওয়ার পর তিনি আবার বাংলায় আসবেন।
এর আগেও একাধিকবার শাহের রাজ্য সফর অদলবদল হয়েছে। কখনও দিল্লিতে বোমা বিস্ফোরণে সফর বাতিল হয়েছে আবার কখনও নির্ধারিত সূচি গেছে বদলে। সবমিলিয়ে শাহি সফরে বদল নতুন কিছু নয়। কিন্তু মোদীর ব্রিগেড সমাবেশ সফল করতে যে বিজেপি চেষ্টার কসুর করছে না, তা স্পষ্ট।
Comments are closed.