বিরাট কোহলি বর্তমানে অন্যান্য ক্রিকেটারের তুলনায় অনেকটাই ফোকাস পয়েন্টে রয়েছেন। বলা যেতে পারে বেশ কয়েক বছরে বিরাট এবং অনুষ্কা সবসময়েই সংবাদ পত্রের শিরোনামে আসেন। খেলা থেকে ব্যাক্তিগত জীবন সবকিছুই বিরাট ভক্তদের আগ্রহের বিষয়। এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিরাটের আয়ের অঙ্ক। জানা গিয়েছে ২০২০ সালের জানুয়ারি মাসে বিরুষ্কার মোট আয়ের পরিমাণ ছিল ১২০০ কোটি টাকা। এমনকি ধনী সেলিব্রিটি দম্পতিদের মধ্যে এখন বিরুষ্কা অন্যতম। ২০১৯ সালে বিরাটের মোট আয় ছিল ৯০০ কোটি টাকা। সেখানে ২০১৯ সালে অনুষ্কার আয়ের অঙ্ক ছিল প্রায় ২৮.৬৭ কোটি টাকা। কিন্তু বর্তমানে সব মিলিয়ে অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা।
বরাবরই এই সেলিব্রিটি কাপল সবার চোখের মনি। বলা যেতে পারে তারা এক আদর্শ কাপলের নমুনা। বর্তমানে অনুস্কা প্রেগন্যান্ট হওয়ার কারন বশত মাঝে মাঝেই নিজের আবেগঘন মুহূর্তের নানা ছবি দিয়ে থাকেন। এমনকি সেই ছবিতে বিরাটকেও অনুষ্কার পাশে দেখা যায়। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা তার পরেই বিরাট অনুষ্কার জীবনে আসবে নতুন অতিথি। কিছুদিন আগেই ইন্সটাগ্রামে একটি ছবি আপলোড করেছিলেন অনুষ্কা শর্মা। সেখানে দেখা গিয়েছে অনুষ্কা যোগাসন করছেন এবং বিরাট তার পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করছে। এছাড়াও মাঝে মাঝে বিরাট অনুষ্কার নানা খুনসুটি মুহূর্তের ছবি ধরা পরে যা দেখে বোঝাই যায় অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় তারা দুজনে ভালোই সময় কাটাচ্ছে।
Comments are closed.