রেল অবরোধের জেরে চরম ভোগান্তি যাত্রীদের । মঙ্গলবার হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ চলে প্রায় ৪ ঘন্টা। এর জেরে দেরতে চলে সব ট্রেন। চরম ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। আটকে পড়ে বেশকিছু এক্সপ্রেস ট্রেন। অবরোধকারীদের অভিযোগ, রেল প্রতিশ্রুতিভঙ্গ করেছে। আশ্বাস দিয়েও স্পেশাল ট্রেন বাড়ানো হয়নি। তাই এদিন সকাল থেকে বেলা পর্যন্ত অবরোধ চলে।
এর আগেও স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে সোমবার হুগলির খন্যান, পাণ্ডুয়া, তালান্ডু স্টেশনে অবরোধ চলে। খন্যান স্টেশনে পাথরবৃষ্টি হয়। আহত হন বেশ কয়েকজন। অবরোধাকারীদের অভিযোগ, শক্তিগড়ে রেললাইনে কাজ চলার কারণে হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশকিছু ট্রেন বাতিল করা হয়। রেলের তরফে বলা হয়েছিল স্পেশাল ট্রেন চালানো হবে। দাবি, এই স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। যাত্রীদের অভিযোগ, ভিড়ের কারণে ট্রেনে উথতে পারা যাচ্ছে না। এই অবরোধের পর রেলের তরফে বলা হয়, মঙ্গলবার থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড়াবে। কিন্তু যাত্রীদের অভিযোগ, এই ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হোক। ভিড়ের কারণে সমস্যার পড়ছেন তাঁরা।
Comments are closed.