সাঁতরাগাছি-চেন্নাই রুটে অন্ত্যোদয় এক্সপ্রেসের সূচনা, ওপেনিং গার্ডের দায়িত্বে হাওড়ার সোমা গোস্বামী

সোমবার সাঁতরাগাছি- চেন্নাই রুটে চালু হল অন্ত্যোদয় এক্সপ্রেস। আর এই ট্রেনে মহিলা গার্ড হিসেবে এদিন হাওড়া থেকে যাত্রা শুরু করলেন দক্ষিণ-পূর্ব রেলের প্রথম মহিলা গার্ড সোমা গোস্বামী। ফ্ল্যাগ অফ এদিন ট্রেনটির সূচনা করেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাই। সাঁতরাগাছি-চেন্নাই রুটের এই অন্ত্যোদয় এক্সপ্রেসের গার্ডের দায়িত্বে থাকা সোমা গোস্বামী দক্ষিণ-পূর্ব রেলের মালগাড়িরও প্রথম মহিলা গার্ড। ২০০৩ সালে সোমা রেলের পরীক্ষায় সফল হয়ে চাকরিতে যোগ দেন। প্রথমে তিন মাসের প্রশিক্ষণ পর্ব চলে টাটানগরে।

সোমা জানালেন, একে তো মহিলা, তার ওপর শুরুতেই মাল গাড়ির গার্ডের চাকরি। কিন্তু আপত্তি ওঠেনি পরিবারে। কারণ, স্বামীর সক্রিয় সহযোগিতা। তা না পেলে হয়ত সব দিক সামাল দেওয়া মুশকিল হতো। চাকরি জীবনে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে সাহস আর উপস্থিত বুদ্ধি দিয়ে। দক্ষিণ-পূর্ব রেলের এই কর্মী খড়গপুর ডিভিশনে ইএমইউ লোকালেও দক্ষতার সঙ্গে গার্ডের দায়িত্ব পালন করেছেন। এদিন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে বেলা তিনটে নাগাদ এই অন্ত্যোদয় এক্সপ্রেসের  সূচনা হলেও, প্রতি সোমবার ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারসহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানালেন, আগামী দিনে যাতে আরও বেশি সংখ্যক মহিলাকে এইভাবে সুযোগ দেওয়া যায় সেই উদ্যোগ তাঁরা নেবেন।

 

Leave A Reply

Your email address will not be published.