আগে ছিল, বছরে ৫ লক্ষ পর্যন্ত রোজগার হলে আয়কর দিতে হবে। নতুন বাজেটে তা বেড়ে হল ৭ লক্ষ। বছরে ৭ লক্ষ পর্যন্ত আয় হলে সেই ব্যক্তিকে আয়কর দিতে হবে না। বুধবার বাজেট পেশে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সঙ্গে বার্ষিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর কমানোরও ঘোষণা করেন অর্থমন্ত্রী।
এদিনের বাজেটে অর্থমন্ত্রী আরও জানান, বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়কর দিতে হবে ৪৫ হাজার টাকা। এবং বছরে আয় যদি ১৫ লক্ষ পর্যন্ত হয়, তবে আয়কর দিতে হবে দেড় লক্ষ টাকা। আগে যেখানে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। বছরে আয় যদি ১৫ লক্ষের বেশি হয় আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে।
Comments are closed.