দলনেত্রী তাঁর পাশে থাকায় অনেকটাই স্বস্তিতে অনুব্রত মণ্ডল। সোমবার এমনটাই জানালেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি এখন নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে। এদিন সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন তাঁর আইনজীবী। সাক্ষাৎ শেষে তিনি জানান, দিদি পাশে আছে শুনে তাঁর মক্কেল এখন অনেকটাই ‘আত্মবিশ্বাসী’। তিনি দাবি করেছেন, গোরু পাচার মামলায় তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অনুব্রতর আইনজীবী বলেন, তাঁর মক্কেল এখন অনেকটাই অসুস্থ। যদিও দল নেত্রীর পাশে থাকার বার্তা পেয়ে ওঁর আত্মবিশ্বাস বেড়েছে। সেই সঙ্গে অনুব্রত এদিনও দাবি করেছেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অনুব্রতর কথায়, ‘দিদি’ জানেন তিনি নির্দোষ। তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি জানতেন, অন্যায়ের প্রতিবাদে দলনেত্রী তাঁর পাশে দাঁড়াবে।
প্রসঙ্গত, বেহালায় স্বাধীনতা দিবসের প্রাক অনুষ্ঠানে যোগ দিয়ে অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী সরাসরি জানতে চেয়েছিলেন, অনুব্রতকে গ্রেফতার করা হল কেন? কী করেছে কেষ্ট। পাশপাশি তৃণমূল নেত্রী এও দাবি করেন, অনুব্রত নির্লোভ। তাঁকে বহুবার বিধায়ক, সাংসদ করতে চাইলেও তিনি রাজি হননি।
Comments are closed.