নতুন প্রশ্নমালা নিয়ে তৈরি CBI; লাগাতার জেরার মুখে অনুব্রত 

শুক্রবারের পর শনিবার। সিবিআইয়ের একের পর এক প্রশ্নের মুখে বীরভূমের দাপুটে নেতা। সূত্রের খবর শনিবার সকাল থেকেই নতুন প্রশ্নমালা নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। তাঁর শরীরের কথা ভেবে মাঝে কিচ্ছুক্ষণ বিরতি দেওয়া হয়। দুপুরের খাওয়ারের পর ফের তাঁকে জেরা শুরু করেছে তদন্তকারী সংস্থা। 

শুক্রবার আচমকাই পরিকল্পনা বদল করে প্রথমে কমান্ড হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এর পর সন্ধ্যে থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, এনামূল হক, সয়গাল হোসেনকে জেরা করে তাঁরা একাধিক  চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্ততেই অনুব্রতকে মেরাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে আরও দাবি, তদন্তে খুব একটা সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। একাধিক প্রশ্নের উত্তরে তিনি চুপ করে থাকছেন। তাঁর বিপুল সম্পত্তির সঙ্গে আয়ের উৎসটাও খতিয়ে দেখছে সিবিআই। 

উল্লেখ্য, ৯ বার সিবিআইয়ের তলব এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার অনুব্রতকে তাঁর নিজের গড় বোলপুরের বাড়ি থেকে আটক করে সিবিআই। বৃহস্পতিবার সকালে নাটকীর ভাবে অনুব্রতকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে সিবিআই। এরপর এদিন দুপুরেই তাঁকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করা হয়। যা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবারই অনুব্রতকে কলকাতায় নিয়ে আসা হয়। সেদিন থেকে তিনি নিজাম প্যালেসেই সিবিআই হেফাজতে রয়েছেন।  

Comments are closed.