‘ভারতীয় হওয়ার জন্য গর্বিত’: জম্মু-কাশ্মীরে তেরঙ্গা ওড়ালেন লস্কর জঙ্গির পরিবার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির। এবার সেই কর্মসূচিতে অংশ নিল লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর এক পরিবার। জম্মু-কাশ্মীরে ডোডা জেলার প্রত্যন্ত অঞ্চল ভারত বাগলায় তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করে তারা। পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, আমরা ভারতীয় হিসেবে গর্বিত। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে খুশি। আরও ভালো লাগছে যে আমরা প্রথমবারের মতো আমাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পাচ্ছি। প্রধানমন্ত্রী মোদীকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সব সরকারি, বেসরকারি ভবন-সহ দেশের ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে ১৩ থেকে ১৫ অগাস্ট প্রত্যেক ভারতীয়দের বাড়িতে পতাকা উত্তোলন করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান করেছিলেন। দেশবাসীর জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নরেন্দ্র মোদী।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে শনিবারই নিজের বাড়িতে পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Comments are closed.