প্রতি শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক! খুব শীঘ্রই চালু হতে পারে নতুন নিয়ম 

এতদিন প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকত। তবে এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, শুধু দ্বিতীয়-চতুর্থ শনিবারই নয়, এবার থেকে মাসের প্রত্যেকটি শনিবারই ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকবে। জানা গিয়েছে ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি একত্রে এই প্রস্তাবে রাজি হয়েছে। এবার শুধু কেন্দ্রের অনুমোদন পাওয়া অপেক্ষা। 

জানা গিয়েছে, গত সপ্তাহে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স মুম্বইয়ে একটি বৈঠকে বসে। ওই বৈঠকেই সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমোদন মিললেই নতুন নিয়ম কার্যকর হবে। 

সম্প্রতি ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলির তরফে কয়েক দফার দাবি নিয়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। দাবিগুলোর মধ্যে একটি ছিল সপ্তাহে ৬ দিনের বদলে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখতে হবে। প্রস্তাব কার্যকর হলে নিঃসন্দেহে ব্যাঙ্ক কর্মীদের জন্য এটি হবে খুশির খবর। কিন্তু সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চাকরিজীবীদের একটা বড় অংশ শনিবার দিনটাই ব্যাঙ্কের কাজের জন্য রাখেন। কারণ ওই দিনটা অনেক অফিসই বন্ধ থাকে। এখন দেখার ব্যাঙ্ক কর্মীদের সিদ্ধান্তে কেন্দ্র অনুমোদন দেয় কিনা। 

 

Comments are closed.