ডিজিটাল মাধ্যমে লেনদেন উত্তরোত্তর বেড়েই চলেছে। ফোন পে, গুগুল পে’র মতো পেমেন্ট অ্যাপগুলো প্রায় প্রত্যেকেরই স্মার্ট ফোনে রয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে পেমেন্টের যেমন প্রবণতা বাড়ছে, একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণাও। UPI অর্থাৎ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে লেনদেন করতে গিয়ে গত এক বছরে প্রতরণার শিকার হয়েছে ৯৫ হাজারের বেশি মানুষ। সম্প্রতি অর্থমন্ত্রকের তরফে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে এমনটাই দাবি করা হয়েছে।
অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে এটাও দাবি করা হয়েছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে প্রতারিত হওয়ার ঘটনা বছরের পর বছর বেড়েই চলেছে। ২০২২-২৩ অর্থবর্ষে প্রতারণার অভিযোগ ৯৫ হাজার সেখানে ২০২০-২১এ প্রতরণার অভিযোগ জমা পড়েছিল ৭৭ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় ১৮ হাজার বেশি প্রতরণার ঘটনা ঘটেছে। যদিও বছরের পর বছর ইউপিআই লেনদেনে টাকার অঙ্কও বাড়ছে। তথ্য বলছে, চলতি আর্থিকবর্ষে সারা দেশজুড়ে প্রায় ১২৫ কোটি টাকা ইউপিআইয়ের মাধ্যম লেনদেন করা হয়েছে।
Comments are closed.