বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। শুক্রবার দিল্লিতে মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন একদা মুকুল বিরোধী বলে পরিচিত অর্জুন সিংহ। বারাকপুর থেকে লোকসভায় প্রার্থী করা না হলে অর্জুন সিংহ যে বিজেপিতে যোগ দিতে পারেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন তৃণমূল নেত্রী বলেছিলেন, কয়েকজন টিকিট পায়নি, তাঁরা অন্য দলে যোগ দিলে দিতে পারেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা তখন বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নাম না করে অর্জুন সিংহকেই বার্তা দিলেন। সূত্রের খবর, ২০০১ সাল থেকে ভাটপাড়ার বিধায়ক অর্জুন এবার লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হলে দেখা যায়, বারাকপুর আসনে দীনেশ ত্রিবেদীকেই প্রার্থী করেছে দল। তারপরই অর্জুন সিংহের দলবদলের জল্পনা চূড়ান্ত মাত্রা পায়। সেই জল্পনাকে সত্যি করে বুধবার রাতেই দিল্লি পৌঁছে যান অর্জুন। বৃহস্পতিবার সদর দফতরে গিয়ে যোগ দিলেন বিজেপিতে। বিজেপি তাঁকে বারাকপুর থেকে প্রার্থী করবে বলে সূত্রের খবর।
Comments are closed.