কলকাতা থেকে ইউরোপ-আমেরিকায় সরাসরি বিমান পরিষেবা চালু করতে প্রস্তাব পাশ বিধানসভায়

কলকাতা থেকে ‌ইউরোপ ও আমেরিকায় সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে দিল্লি যেতে রাজি বিরোধী বিজেপি পরিষদীয় দল। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি  বিমান পরিষেবা চালু করা নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্রস্তাব আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি পরিষদীয় দল  সমর্থন করায় বিধানসভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে।

প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা বিমানবন্দর থেকে ইউরোপ-আমেরিকায় সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয়  দুটি বিশেষ অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়ে রেখেছে। কিন্তু এরপরেও যদি কোনও সমস্যা তৈরি হয়, তা মেটাতে রাজ্যের বিধায়ক প্রতিনিধি দলকে দিল্লিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে দশ জন 
বিজেপি বিধায়ক ওই প্রতিনিধি দলে যাবেন।  এই বিষয়টির মধ্যে কোনও রাজনীতি নেই।

প্রস্তাবের উপর জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একসঙ্গে যেতে রাজি থাকার কথা জেনে  ভালো লাগল। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমোদন আছে। তাঁরা চাইছেন, কেন্দ্রীয় সরকার এব্যাপারে সচেষ্ট হোক।

Comments are closed.