২৫ নভেম্বর শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন, রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ অধ্যক্ষের

২৫ নভেম্বর শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। দিন দশেক অধিবেশন চলার কথা রয়েছে। ২৬ তারিখ সংবিধানের উপর আলোচনা হতে পারে। যে বিলগুলি বিধানসভায় পাস হচ্ছে, তা রাজভবনে যাওয়ার পর আর কোনও তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিধানসভায় যে বিলগুলি পাস হয়, সেগুলি যায় রাজভবনে। এরপর রাজভবনের উচিত ওই বিলগুলির সম্পর্কে বিধানসভাকে অবগত করা। এর পাশাপাশি অধ্যক্ষ অসন্তোষ প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর 
কার্যকলাপ নিয়ে।

তাঁর বক্তব্য, তদন্তের স্বার্থে কোনও বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতেই পারে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু সেটা আগে জানিয়ে যাওয়া উচিত। কারণ জনপ্রিতিনিধি হিসেবে একজন বিধায়ক অনেক কাজে ব্যস্ত থাকেন।

মঙ্গলবার একটি ঘটনায় এদিন তপ্ত হয়েছে বিধানসভা চত্ত্বর। বিজেপি বিধায়ক অশোক দিন্দা গাড়ি চালিয়ে বিধানসভায় প্রবেশ করেন। গাড়িতে তাঁর পাশের আসনে বসেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন গাড়ির পিছনের আসনে। বিধানসভার মূল গেট দিয়ে প্রবেশের সময় বিধায়ককে দেখে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এরপর গাড়ি যখন বিধানসভার পোর্টিকোতে এসে দাঁড়ায়, তখন দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়ি থেকে নামছেন। বিধানসভার নিরাপত্তারক্ষী ছুটে এসে বাধা দেন। এরপরই বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির দুই বিধায়ক। বিধানসভা কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অস্ত্র নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

Comments are closed.